
মোঃ রফিকুল ইসলাম মৃধা:
মানিকগঞ্জে একসঙ্গে চার নবজাতকের জন্ম হয়েছে। রোমানা ইসলাম নামে এক নারী এ চার নবজাতকের জন্ম দেন। সোমবার (১০ জুলাই) সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এদের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে শিশু বলে জানা গেছে। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে চার নবজাতককে। আইসিইউ এর খরচ নিয়ে এখন চিন্তিত হয়ে পরেছে দরিদ্র এ পরিবারটি।
চার নবজাতকের বাবা নয়ন শেখ জানান, দুই বছরের বৈবাহিক জীবনে প্রথমবারের মতো তিনি ও তার স্ত্রী বাবা-মা হয়েছেন। একসঙ্গে চার সন্তানের খবরে পরিবার ও আত্মীয়-স্বজন অনেক খুশী হলেও, আইসিইউ-এর খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তিনি। নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ক চার বাচ্চা জন্ম নেওয়ায় বর্তমানে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। আইসিইউতে প্রতিদিন তাদের জন্য খরচ হবে ৪০ হাজার টাকা। মোটা অংকের এ ব্যয়ভার দরিদ্র কৃষক পরিবারের সন্তান নয়ন ও তার পরিবারের পক্ষে অসম্ভব বলে জানান তিনি।
এজন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিত্তবানদের সহযোগীতাও চেয়েছেন নয়ন।মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. আবু সাঈদ,মো. আছলাম জানান, ৩৪ সপ্তাহে জন্ম হওয়ায় চার নবজাতককে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে আইসিইউতে রাখতে হতে পারে। চার নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানান তিনি।