
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি
আজ বিকেলে আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা বাজার সংলগ্ন এনামুলের কফিহাইজ থেকে খেয়াঘাট পর্যন্ত জনসাধারণের চলাচলের জনগুরুত্বপূর্ণ সড়কের মেরামতকাজ সহ প্রায় ১০০০ ফিট নুতান সড়ক নির্মাণ করার জন্য পরিদর্শন করেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান জাহিদ। এসময় মধুমতী নদীর ভাঙ্গন কবলিত রায়ের পানাইল চর আজমপুর ভাঙ্গন এলাকা পরিদর্শন সহ চরডাঙ্গা গ্রামের অসুস্থ মাহাবুল মোল্লার বড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন ও তাকে আর্থিক সহয়তা সহ সার্বিক সহয়তা করার আশ্বাস দেন।
পরে সন্ধ্যায় চরডাঙ্গা বাজারে উপস্থিত জনসাধারণ ও স্থানীয় ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন মুক্তিযুদ্ধ কালীন সময়ে কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বক্তিয়ার হোসেন ,ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম মিয়া ৮ নং ওয়ার্ড ইউ পি সদস্য মোঃ শাহিন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সাইদ মিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক শেখ বীর মুক্তিযোদ্ধা মোঃ শিরাজুল ইসলাম মাষ্টার মোঃ জাহিদ হাসান বাহার মোঃ শরিফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ।
উল্লেখঃ চরডাঙ্গা বাজার থেকে মধুমতী নদীর তিরবর্তী খেয়াঘাট পর্যন্ত জনবহুল এ-সড়কটি অতি গুরুত্বপূর্ণ তাই উপজেলা চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান নিজ উদ্যগে এটি পরিদর্শন করেন এবং টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান আসাদের সথে ফোনে কথাবলেন ও দ্রুত সড়কটি তৈরির আশ্বাস দেন।