
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নয়ন, শান্তি সৌহার্দ সম্প্রীতির বন্ধনের এক অনন্য সুন্দর উদাহরণ। গতকাল খুলনার তেরখাদায় ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে এ্যাড. সুজিত অধিকারি।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ-কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের লস্করপুর, এবং তেরখাদা সদর ইউনিয়ন এর আটলিয়া গুচ্ছ গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি বিতরন করেন।
এ সময় সুজিত অধিকারি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই সোনার বাংলায় সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। পবিত্র ঈদুল ফিতরে দেশের সকল মানুষ যেন শান্তি ও আনন্দের মাধ্যমে পবিত্র ঈদ পালন করতে পারে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্ব স্ব বিভাগ এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী সকলের জন্য তিনি সুন্দরভাবে সার্বিক ব্যবস্থাও নিয়েছেন। তার নির্দেশনাকে ত্বরান্বিত করতে দেশরত্নের একজন কর্মী হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার ব্যক্তিগত তহবিল হতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার সামগ্রী এনেছি। তিনি আরোও উল্লেখ করেন, আপনাদের আনন্দই জননেত্রী শেখ হাসিনার আনন্দ। সম্প্রীতির বন্ধন চির অটুট রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী’র সহধর্মিণী সমাজ সেবিকা রমা অধিকারী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা মোজজাফর হোসেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আবু খায়ের, তেরখাদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা অহিদুজ্জামান ফরিদ, তরিকুল ইসলাম ঝিলু মুন্সি, আলমগীর হোসেন, কবির হোসেন, এনামুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা আলী নুর, তাপস বিশ্বাস, সুরঞ্জিত রায় প্রমুখ।