
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মজিবববাগ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধায় বাইতুল ফালাহ জামে মসজিদে প্রায় ৫ শতাধিক মুসুল্লি নিয়ে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার, পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) মোঃ আবু বকর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, তার তিন ছেলে মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান ও মাহফুজুর রহমান, সমাজ সেবক ছাদেক আলী মিলন, মোঃ ইউনুস আলী, আব্দুল হাই, খোকন মুন্সি, মোঃ শাহ আলম, আব্দুল হানিফ, মোঃ নাছির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিগণ।
এর আগে মুসুল্লিদের উদ্দেশ্যে ওসি মোঃ মশিউর রহমান বলেন, এলাকার সকল ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এলাকার মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ছিনতাই, কিশোর গ্যাং সহ সকল অপরাধী এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা সকল অপরাধ নির্মুল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি।