
রফিকুল ইসলাম মৃধা মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিঙ্গাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এক নবজাতকের দুই পা পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাসপাতালের নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খান। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান।
ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে উপজেলার নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়।
এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামী করে থানায় অভিযোগ দিলে সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ডা. মাহমুদা সুলতানা সাকিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।