
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক শ ম শফিকুর রিয়াজ ঝানু গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা৩০মিনিটে চিকিৎসারত অবস্থায় খুলনায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগ নেতা শ ম শফিকুর রিয়াজ ঝানুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ , সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি সহ সকল নেতৃবৃন্দ।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে আরোও বলেন, আওয়ামী লীগের দুর্দিনে সংগঠনকে শক্তিশালী করতে তার ও তার পরিবারের অনেক অবদান রয়েছে। তার মত একজন দক্ষ সংগঠক ও সমাজ সংস্কারক মানুষের মৃত্যুতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
মরহুম শফিকুর রিয়াজ ঝানুর জানাজার নামাজ আজ শুক্রবার সকাল দশটায় ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।