আমার বিষন্নতা
[শাহজাহান সিরাজ সবুজ]
অপমান অবহেলায় ক্ষত-বিক্ষত হৃদপিণ্ড..!
আমি অবহেলার বিষ পান করি রোজ।
একাকীত্বে, নীরবে অশ্রুর সাথে ঝরিয়ে দেই,
অপমান, তুচ্ছতাচ্ছিল্যের কিছু বিষ।
অবশিষ্টাংশ বিষ শিরায় শিরায় প্রবাহমান।
সুখ গাঁথা রচিতে হেঁটেছি অনেকটা পথ..!
সুখের আশা টুকুও রচনা করতে পারিনি।
চারপাশে কতশত লোক,
তবুও আমি একা,
হাতড়ে পাচ্ছিনা নিজেকে নিজের মধ্যে,
একাকীত্ব আমাকে গ্রাস করছে ধীরে ধীরে,
হারিয়ে যাচ্ছি অবহেলার মহাসমুদ্রে।
কখনো নিঝুম রাতে এই জনাকীর্ণ শহরে,
বড় একা একা লাগে, ওই চাঁদের মতো।
আজকাল নিজেকে খুব খাপ ছাড়া লাগে,
আপাত সুখের মড়কে চাপা পরে গেছে,
আমার আত্মস্বত্বা, আমার স্বপ্ন।
তবুও সান্ত্বনা সাথে আছে একাকীত্বটা,
সাথে আছে আমার বিষণ্ণতা।
আরও পড়ুন
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ