
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত সানারপাড় রওশন আরা কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে পিঠা উৎসব।
শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে অতিথি এবং শিক্ষকদের মতামতে পুরস্কৃত করা হয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।
এদিন সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ বাহারি রঙয়ে সেজে উঠে পিঠার স্টলগুলো। রঙ-বেরঙয়ের জামা-কাপড় পড়ে শিক্ষার্থীরা স্টলে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেশের সৃষ্টি করে। কলেজের বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখার শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক আলাদা-আলাদা স্টল স্থাপন করে।
স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো নানা ধরনের পিঠা। অতিথি ও শিক্ষকরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে শিক্ষার্থীদের আনন্দিত করেন।