বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রাজবাড়ী ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের পক্ষ থেকে ৪শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারী সোমবার দুপুরে কুরশী মাধ্যমিক বিদ্যালয় চত্বেরে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ^াস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান আলীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।