
নিজস্ব প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারিতে হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন। এতে প্রায় ১০ হাজারের মতো স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান হবে। আজ সোমবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নূরুল আলম বণিক বার্তাকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার শুরু থেকেই সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমরা আন্তরিক। উপাচার্য নিযুক্ত হওয়ার পরপরই সিন্ডিকেট আহ্বান করে ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেই। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপ-কমিটিও করা হয়েছে। আমরা আপাতত ২৪ বা ২৫ ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পেলেই তা চূড়ান্ত হবে।’
সমাবর্তনের সার্বিক প্রস্তুতি নিয়ে উপাচার্য জানান, আগামী ২১ বা ২২ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ফেব্রুয়ারির ৮-১০ তারিখের মধ্যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মিটিং হতে পারে। এর আগ পর্যন্ত যাদের ফলাফল প্রকাশ হবে তাদের সমাবর্তন দেয়ার চিন্তা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সমাবর্তনের চিঠি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে রাখা হতে পারে।