এ এইচ অনিক : ফরিদপুরে এবার হাইব্রিড ও রাই সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। জেলার মধুখালি বোয়ালমারী আলফাডাঙ্গা সহ ফরিদপুরের সবগুলো বিল বাওর এখন বাহারী রং হলুদ রং-এ সেজেছে।
দেখতে এ-যেনো সর্গিয় কোন ফুলের রাজ্যের মতো। তাইতো উড়তি বয়সি সকল দর্শনার্থী কোমলমতি ছেলে মেয়ে সহ কিশোর কিশোরীদের সেলফি তোলায় ধুম পড়েছে সরিষার জমিগুলোতে। সেই সাথে মৌ-চাষীরা ও তাদের কৃত্রিম মৌচাক থেকে প্রচুর মধু সংগ্রহ করছেন।
অন্যদিকে এবারে ভজ্য তেলের দাম বেশি হওয়াতে সরিষা চাষীরা বার্তি ফলনের আষায় বিদেশি বীজ ( ভারতীয় বড়ো সরিষা) জমিতে চাষ করেছেন। আমাদের দেশে সরিষা সাধারণত তিন থেকে চার প্রকার হয়েথাকে। যেমন সাদা ও মাঘী সরীষা (রাই) হাইব্রিডের কালো বড়ো সরিষা আমরা দেখে থাকি।
এসব বিষয়ে স্থানীয় কৃষক রুহুল আমিন মোল্লা আমাদের প্রতিনিধিকে বলেন কৃষিতে আমাদের ফরিদপুর জেলা সব সময়েই এগিয়ে থাকে এবারো আমাদের জেলায় তার ব্যাতিক্রম হয়নি। জেলার সবগুলো উপজেলায় তরিতরকারি সহ বারো মাসি ফসল হয়ে থাকে, যেমন ধান পাট মুশুাল কালাই গম পিয়াজ রশুন এর পরেই সরিষার চাষাবাদ আমরা করে থাকি।
এ-ছাড়াও তরি তরকারি ফলন ও আমাদের জেলার ভালো হয় শীতকালীন তরিতরকারি, মুলা পোটোল বেগুন লাউ মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক সহ সকল সবজির চাষাবাদও এ-জেলাতে বেশি হয়ে থাকে। তবে এবার তেলের দাম বেশি হওয়াতে আমরা সরিষা চাষীরা ভালো ফলনের আশায় ভারতীয় হাইব্রিড নামক সরিষার চাষ করিয়াছি। তাইতো সবার জমিতেই ভালো ফুল ও ভালো ফলন দেখছেন। তিনি আরো বলেন আগের তুলনায় এখনকার কৃষকেরা অনেক সচেতন।