
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে বি ডি হল প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা ও সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বিডি হল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মোঃ শামীম শাহরিয়ার, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান টিটু,
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটু, সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান বাবু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদ সদস্য রবিউল ইসলাম সূর্য।
সম্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
সভাপতিত্ব করেন মোঃ মুজাহিদুর রহমান শুভ আহ্বায়ক সম্মেলন প্রস্তুত কমিটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও মোঃ ইমরান হাসান পান্না সভাপতি ঠাকুরগাঁও সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ। সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন কমিটির সদস্য সচিব আব্দুল ওয়াফু তপু এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর ডেলিগেট সহ নেতাকর্মী গন।