মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী- ইছামতি ও কালিগঙ্গা নদীর ভাঙ্গনরোধে নদী শাসন সহ স্থায়ীভাবে সমাধানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (৩১ অক্টোবর) ঘিওর উপজেলা পরিষদ চত্বরে ঘিওর সদর ইউনিয়নের সর্বস্তরের লোকজন ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে।
বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল জলিলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়র হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া, মোঃ পান্নু মিয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ শামছুজ্জামান রতন, মোঃ আল আমিন, ইউপি সদস্য আব্দুল লতিফ, আবু সাঈদ, গোলাম ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র নদী ভাঙ্গণের কারণে অসংখ্য ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, হাট-বাজার, ফসলী জমি, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মন্দির, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ নদীতে বিলীণ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অব্যাহত নদী ভাঙ্গণে অনেকের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীণ হওয়ায়, তারা নিঃস্ব হয়ে পরেছে। রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা আরো বলেন, এখনও অনেক ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, ফসলী জমি সহ সরকারি- বেসরকারি বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গণের হুমকীর মধ্যে রয়েছে। কিন্তু এগুলো রক্ষা করার জন্য স্থায়ীভাবে কার্যকরী কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে মন্তব্য করেন বক্তারা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।