
মজিদ খান সোনারগাঁও ( নারায়ণ গঞ্জ) প্রতিনিধি:
সোনার গাঁ উপজেলার বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়, বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহমুদুল হক দুলু এর সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা এডঃ সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জহিরুল হক,বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বারদী ইউনিয়ন পরিষদ,
সাধারণ সম্পাদক, প্রদীপ কুমার, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান মঞ্জু, পৌরসভার মেয়র পার্থী সগির আহম্মেদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মানিক, নারায়ণ গঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ- সভাপতি শাহ মোঃ সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ পার্থী আসিফ আহমেদ আনিস, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুম সহ অনান্য নেএী বৃন্দ।