
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোডস্থ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের বাসভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি প্রমুখ।