
মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহনে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন বেকার থাকা জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের প্রায় ২ হাজার ১শ’ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিকে নিজেদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল পেয়ে খুশি এসব জেলেরা। তারা বলেন, নিষেধাজ্ঞায় মাছ শিকার করতে না পেরে বেকার দিন কাটছে। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হতো। তবে এখন চাল পেয়েছি, আশা করছি নিষেধাজ্ঞার বাকি দিনগুলোতেও নদীতে না গিয়ে পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবো।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ট্যাগ অফিসার মো. মামুন হোসেন, ইউপি সচিব মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস প্রমূখ