
মোঃ রফিকুল ইসলাম মৃধা : মানিকগঞ্জ প্রতিনিধি
“দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যাবস্থা” প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা চত্বরে ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভুমিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় পরিত্রাণের উপায় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়।
এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) খায়রুন্নাহার, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল চৌধুরী, সাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীগণ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।