
আতিয়ার রহমান, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, ইউপি চেয়ারম আলমগীর বিশ্বাস, রেজাউল করিম, একেএম ফরিদ হোসেন বাবু, আহম্মেদ আলী মাস্টার,বাদশা আলমগীর জহুরুল ইসলাম, নারুয়া বাজার বনিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সভাতি আতাউর রহমানসহ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলার সকল হাটবাজার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।