
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ও সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সমনে হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাজারের তালপট্টি চৌরাঙ্গী মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির , উপজেলা প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, একেএম ফরিদ হোসেন বাবু, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউসুব মোল্লা, বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমূখ। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সচেতনা মূলক বিভিন্ন মহড়া প্রদর্শণ করেন। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সূধীজনেরা ও বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।