
নিজস্ব প্রতিবেদক:
তিতাস ট্টিএন্ডডি সাভার জোনল বিপনন অফিস গ্যাস চুরি রোধে হার্ডলাইনে, এক ইঞ্চি অবৈধ সংযোগ থাকলেও উচ্ছেদ অভিযান চলবে আশুলিয়ার কাঠগড়া আমতলা নিক্কন হাউজিং এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান কালে একথা বলেন ব্যাবস্থাপক প্রকৌশলি আবুসাদাত মোহাম্মাদ সায়েম।অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসেন
সোমবার ১০ অক্টোবর সাভার তিতাস ট্টিএন্ডডি জোনল বিপনন অফিস কতৃক আশুলিয়ার কাঠগড়া আমতলা নিক্কন হাউজিং এলাকায় অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে।পরিচালিত অভিযানে ২ কিলোমিটার এলাকার ৫ শ এর অধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। এবিষয়ে সংবাদ সংগ্রহ কালে জানা যায় তিতাস কতৃক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে স্থান ত্যাজ্ঞের কিচ্ছুক্ষনের মধ্যেই একশ্রেনীর কুচক্রি গ্যাসচোর মহল পুনরায় সেই সংযোগ স্থাপন করে।এতে রাস্ট্রের একদিকে অপচয় হচ্ছে অর্থ অপরদিকে লুট হয়ে যাচ্ছে মহা-মুল্যবান জাতীয় সম্পদ তিতাস গ্যাস।
দেশের বিদুৎ ঘাটতি, কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে কারন হিসাবে গ্যাস সংকটকে অনেক টাই দায়ি করা যায়।এর উপরে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাড়িয়ে আছে গ্যাস চুরি, যা কোন ক্রমেই থামানো যাচ্ছে না।দেশের সংকট মোকাবেলায় গ্যাস চুরি রোধে তিতাস ট্টিএন্ডডি সাভার জোনল বিপনন অফিস হার্ডলাইনে। দ্রæত সংযোগ বিচ্ছিন্ন এবং মাটির গভির থেকে সংযোগে ব্যাহৃত পাইপ লাইন উত্তলনে এবং অধিক পরিমানে পাইপ সংগ্রহে খনন কাজে ব্যাবহার করা হয় বিশালকায় ড্রেজার মেশিন।
সরেজমিন সংবাদ সংগ্রহ কালে অভিযান পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ব্যাবস্থাপক প্রকৌশলি আবুসাদাত মোহাম্মাদ সায়েম আমাদের প্রতিনিধি কে জানান এই লাইন টা গত সপ্তাহে বিচ্ছিন্ন করা হয়েছিলো, তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সংযোগ বিচ্ছিন্নের কয়েক ঘন্টার মধ্যেই আবারো সংযোগ পুঃনস্থাপন করে একটি প্রতারক চক্র।এবিষয়ে তিনি আরো বল্লেন, আজকে আমরা এমন ভাবে পাইপ রাইজার চুলা পরিপুর্ন ভাবে জব্দকরবো যোনো তারা আবারো সংযোগ নিতে চাইলেও প্রচুর পরিমানে অর্থের ক্ষতির মুখে পরে অবৈধ সংযোগে নিতে অনুৎসাহিত হয়।
অভিযান চলাকালে সংযোগ গ্রহিতা এবং গ্যাস অবৈধ ভাবে ব্যাহারকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসেন।এসময় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ এলাকায় প্রদানের অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে ভ্রাম্যমান আদালত, সাহিন পালোয়ান নামের এক ব্যাক্তির গোডাউনে সংগ্রহীত বিপুল পরিমার সংযোগে ব্যাবহারযোগ্য পাইপ জব্দসহ পালোয়ান এন্টাপ্রাইজএর এক কর্মচারিকে গ্রেফতার করেন।বিভিন্ন বাসাবাড়ির মালিক এবং ভাড়াটিয়াকে গ্যাস অবৈধ ব্যাবহারের দায়ে অর্থদন্ডে দন্ডিত করেন।আজকে অভিযানে বিভিন্নভাবে অনুৎসাহিত করতে আপ্রান চেষ্টাকরতে দেখাযায় প্রশাসনিক কর্মকর্তাদের কে, যেন এলাকাবাসি শাস্তির কথা চিন্তাকরে হলেও গ্যাস অবৈধভাবে সংযোগ নিতে উদ্যোগী না হয়।
অভিযানটি চলাকালে এসময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যাবস্থাপক আনিসুজ্জামান রুবেল , স্হ- ব্যাবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ
অভিযান পরিচালনায় আইন সৃংখ্যলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে,অপ্রিকর পরিস্থিতি এরাতে কাজকরেন আশুলিয়া থানা সহকারি উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃক্তে মহিলা পুলিশ সহ বেশ কিছু পুলিশ সদস্য দিনভর কাজ করেন।