
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র অভিযানে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সুজন হত্যা মামলার ২’আসামী গ্রেফতার। গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা ধৃতদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হলো- মুন্সীগঞ্জের গজারিয়ার মীরের গাঁওয়ের ভাটেরচর এলাকার মৃত ফজি রহমানের ছেলে মোঃ ইব্রাহীম ওরফে রানা (৩০) ও সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকার মৃত ওয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে মো. রহমত আলী (৩৪)। এসময় তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও সীম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমের অটোরিক্সায় উঠে ওয়াবদা কলোনী মোড়ে যাওয়ার পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিক্সার চালক এর নিকট হতে অটোরিক্সা, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে।
এক পর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকার করলে আসামীরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে চালকের মোবাইল ও টাকা-পয়সা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পরে ধৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় ওয়াবদা কলোনী পাকা রাস্তার মোড়ে সুজন মিয়া (৪৫) নামের এক অটো চালকের গলা কাটা লাশ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ হানিফ (৪৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১২।