
স্টাফ রিপোর্টার : ভোলায় পেয়াজ চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় লবনাক্ত জমিতে উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে উদ্দোক্তাদের আয় বৃদ্ধি ও কর্ম সংস্থান সৃস্টি শীর্ষক উপ-প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষনের আযোজন করে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর। প্রশিক্ষক ছিলেন কৃষিবিদ ফয়সাল মাহমুদ জোয়ার্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার অতিরিক্ত পরিচালক আবু বকর, কৃষিবিদ আনিসুর রহমান টিপু প্রমূখ। প্রশিক্ষণে ৪০জন কৃষক অংশ নেয় ।