
আমতলী,বরগুনা সংবাদদাতা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরগুনার আমতলীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী সাকিব প্লাজার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ,যুব হিজবুল্লাহ,ও ছাত্র হিজবুল্লাহ র আমতলী উপজেলা ও পৌর শাখা উদ্দ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আমতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মোঃ সামসুদ্দোহার সভাপতিত্বে র্যালিতে অংশ নেয় আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান সহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা।
একই দিন দুপুর ১২টায় আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী ( সঃ) এর জীবনের উপর আলোচনা, হাম-নাদ, রচনা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়।