
মনির হোসেন নবীনগর থেকে:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নানা আয়োজনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা,কুইজ প্রতিযোগিতা, শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সুরকার শেখ সাদী খান, সহকারী কমিশনার (ভূমি) মুশাররফ হোসেন, উপজেলা শিল্পকলাএকাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামালখন্দকার সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল সহ আরো অনেকে।