
নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জাল আটক সহ অর্থদন্ড প্রদান করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বীহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় পাঁচজন জেলেকে ৩ হাজার মিটার জাল সহ আটক করা হয়।তাদের কর্তৃক মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত আইনের ৫ ধারায় পাঁচজন কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত সকল জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা মৎস কর্মকর্তা, নবীনগর এবং নবীনগর থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নবীনগর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান,অবৈধভাবে মৎস্য শিকার করা সকল জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অভিযান অভ্যাহত থাকবে