
নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একরামুল ছিদ্দিক এর আজ বৃহস্পতিবার(৬/১০) দুই বছর পুর্তিতে সুবিধাবঞ্চিত শতাধিক পথশিশুদের সাথে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এক দুপুর সময় কাটান।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক পথ শিশুকে একত্রিত করে গাড়িযোগে নবীনগর পৌর এলাকার আলমনগর ড্রিম পার্কে নিয়ে যায়। সেখানে খেলাধুলার সকল আইটেমে নিজে তাদেরকে ঘুড়িয়ে দেখান। খেলাধুলা শেষে তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন এবং হাত খরচের জন্য প্রত্যেককে ১শত টাকা উপহার দেন।এই ব্যতিক্রমী আয়োজন দৃষ্টি কাড়ে গ্রামের অসংখ্য মানুষের।
ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সময়ের কারনে হয়ে উঠেনি। এটা করতে পেরে মনের মাঝে তৃপ্তি পেয়েছি। এইসব শিশুদের সবসময় খোঁজ খবর রাখবো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল রকমের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।