নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ, তথ্যভাণ্ডার গড়ব” এই প্রতিপাদ্যে সামনে রেখে। বৃহস্পতিবার(৬ অক্টোবর) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূরে আলম, পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, সলিমগঞ্জ ইউপি সচিব মোঃ জগলুল , নবীনগর পশ্চিম ইউপি সচিব মোঃ নাজমুল হক, উপজেলা পরিষদের অফিস সুপার তাসলিমা আক্তার, অফিস সহকারী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান ও সচিবগণ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইউএনও একরামুল সিদ্দিক সেই সকল সমস্যার সমাধানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি নিয়ে বৈধ উপায়ে জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে কঠোর নির্দেশ প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে রসুলল্লাবাদ ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধনে ২য় স্থান অর্জন করেছেন বলে জানান ইউএনও একরামুল ছিদ্দিক।