
এইচ. এম. রাসেল, আমতলী বরগুনা:
বরগুনা আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে তার বাবাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ব্যাপারে বাবা রনজিত হাওলাদার বাদী হয়ে ছেলে বিশ্বজিৎ হাওলাদার (২৬) ও তার মা অনিমা রানী’র বিরুদ্ধে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াবদা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত পিতা রনজিত হাওলাদার জানান, গত (১ অক্টোবর) দূর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে পাশের বাড়ি আনসার পুলিশ সদস্যরা আসে। তখন পাশের বাড়ি ফ্যান না থাকায় আমার বাড়ি থেকে একটি সিলিং ফ্যান তাদের দেই। আমি অসুস্থ থাকায় (৬ অক্টোবর) উক্ত ফ্যান আনতে বিলম্ব হলে আমার ছেলে বিশ্বজিৎ আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে একপর্যায়ে ঘর থেকে দা এনে দা-দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মভাবে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ছেলেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে