মোঃ মনির হোসেন নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়ন এতিম খানা গেইটের উত্তর পাশে থেকে ৩৬ কেজি গাঁজা ও একটি পিকআপ সহ গ্রেফতার ২ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৪-( ২৯) সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময় র্যাব-১৪. সিপিসি ৩. ভৈরব ক্যাম্প. কিশোরগঞ্জ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে নবীনগর উপজেলা ইব্রাহিম পুর ইউনিয়ন এতিম খানা গেইটের উত্তর পাশে নবীনগর টু
কোম্পানীগঞ্জ মেইন রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী, মোঃ হৃদয় মিয়া (২৮) . পিতা গিয়াস উদ্দিন. সাং কাশিপুর থানা হোমনা জেলা কুমিল্লা। মোঃ রনি মিয়া (১৯).পিতা মৃত নুর মোহাম্মদ বাহাদুর. সাং বেপারীকান্দী,থানা নড়িয়া, জেলা শরীয়তপুর দ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা একটি পিকআপ তল্লাশী করে ৩৬ কেজি মদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আসামিরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
এবিষয়ে র্যাব ১৪ অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ (যুবায়ের) বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।