সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে কেক কাটেন উপস্থিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার আসর এর নামাজের পর সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডস্থ সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে এ মিলাদ মহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, আওয়ামীলীগ নেতা মোসলে উদ্দিন, শ্রমিক নেতা আঃ মতিন মন্ডল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক তুহিন আলম, সিদ্ধিরগঞ্জ থানা যুব সংহতির আহŸায়ক আনোয়ার হোসেন, মৎস্যজীবি লীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক রওশন আলী প্রধান ও সাবেক ছাত্রনেতা রুহুল আমিন প্রমুখ।
শিশুদের নিয়ে কেক কেটে ও দোয়ার মাধ্যমে নাসিক ৪নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
সিদ্ধিরগঞ্জের শিমরাইল দক্ষিণপাড়া এলাকায় মিলাদ ও দোয়ার মাধ্যমে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে জাতীয় শ্রমিক লীগের সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শাখার অধিনস্থ নাসিক ৪নং ওয়ার্ড শাখা কমিটি। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় ৪নং ওয়ার্ড শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও জনসেবা মুলক কর্মকান্ডের ধারাবাহিকতায় দোয়া প্রার্থণা করা হয়। পাশাপাশি জননেতা একেএম শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের সুস্থতা কামনা করা হয়।
৪নং ওয়ার্ড শাখা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান টিটুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শাখার সভাপতি হাজী আব্দুস ছামাদ বেপারি, সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল, ওয়ার্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম জীবন, সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন সরদার, সাইদুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসেন রনি, অর্থ সম্পাদক মো. সায়েম মোল্লা, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম আসিফ, সদস্য মো. আলমগীর, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এসময় আব্দুস ছামাদ বেপারি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তার এই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের সরকার হিসেবে তাকে বারবার প্রয়োজন। আমরা তার এবং তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও শাহাদাত বরণকারীদের মাগফেরাত কামনা করি। ##
সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ
সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ-মাহফিলের আয়োজন করেছে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ। বুধবার বিকাল ৫টায় এসও রোড জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়ার আয়োজনে ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ সরদার।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এস এম স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, থানা আওয়ামীলীগের সদস্য জালাল উদ্দিন বেপারী, যুব ও ক্রীড়া সম্পাদক আলী আজগর খোকন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আকাশ মন্ডল, আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাওন আহমেদ ও মসজিদের মুসুল্লীবৃন্দ। ##