আমতলী বরগুনা প্রতিনিধি: “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৪-সেপ্টেম্বর) সকালে উপজেলার নির্বাহী অসিসারের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য র্যালি, গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীরের সভাপতিত্বে সালোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি ছেলেন উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে পুনরায় উপজেলা চত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তৃতা লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচতেনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের মাধ্যমে তুলে ধরেন বক্তারা। সেই সাথে ভিডিও প্রজেক্টের সাহায্যে মিনা কার্টুনটি বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও নেপালি ভাষায় সম্প্রচার করা হয়েছে।
এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ অনুষ্ঠানের মধ্যে ছিলো শিক্ষার্থীদের মধ্যে গল্প বলার আসর, শিশু শিক্ষার্থীদের জন্য পাপেট শো ও মাপেট শো, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান।