নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শতবছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ মিজানুর রহমান।
গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট নয়টি ভোটের মধ্যে ছয়টি ভোট পেয়ে সভাপতি হিসেবে ডাঃ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ্ আল মাসুমকে তিন ভোট পেয়ে পরাজিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার পারভেজ আহম্মেদ জানান গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এতে ছয় ভোট পেয়ে ডাঃ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ডাঃ মিজানুর রহমান বলেন, তিনি ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন বলে জানান।