মানিকগঞ্জ (ঘিওরে )প্রতিনিধি :মানিকগঞ্জের ঘিওর বাজারে ৫ তলা ভবনের ছাদে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঘিওর বাজারের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় অটল সাহার পরিবারের পক্ষ থেকে, তাদের নিজস্ব বাসভবনের ৫ তলার ছাদে এ পূজার আয়োজন করা হয়।
এদিকে ৫ তলার ছাদে পূজার আয়োজন করায়, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য ভক্তগণসহ স্থানীয় দর্শনার্থীরা কৌতুহলবশতঃ এখানে এসে ভীড় জমায়। বিশ্বকর্মা পূজার আয়োজক শ্রী উত্তম কুমার সাহা ও শ্রী বিপ্লব কুমার সাহা (তুফান) জানান, পারিবারিকভাবে ৫ তলার ছাদে আমাদের এ মন্দির নির্মাণ করা হয়েছে।
এখন থেকে বিশ্বকর্মা, লক্ষী পূজাসহ বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠানাদী এ মন্দিরেই উদযাপন করবো বলে আমরা আশা প্রকাশ করছি।