আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা পলাশ চন্দ্র মালী ও তার পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগে অভিযোগ উঠেছে একই গ্রামের কুট্টি খা,আমিন খা ও মান্না খানের বিরুদ্ধে।
এ ঘটনায় আমতলী থানায় একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকালে পলাশ চন্দ্র মালিদের দখলীয় সম্পত্তিতে বে- আইনীভাবে অভিযোগকারীরা তাদের গরু- মহিষ চড়াইয়া অনেক ঔষধী ও ফলবৃক্ষের গাছ নষ্ট করিয়া ফালায়। এসময় তাদের বাধা দিলে অকথ্য ভাষায় গালমন্দ করে এক পর্যায়ে লাঠি দিয়া পিটাইতে থাকে। এ সময় আমার পরিবারের লোকজন ধরতে আসলে তাদেরও পিটাইয়া মাটিতে ফেলিয়া দেয় ও খুন করিতে চায়।
এবিষয়ে অভিযোগকারী পলাশ চন্দ্র নেপতী বলেন,আমাদের জমি- জমা দখল করার জন্য দীর্ঘদিন তারা আমাদের হুমকি-ধামকি দিয়া আসছিলো, আজ আমাদের খুন করার উদ্দেশ্যে মারধ করেছে। এঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন,মন্টু চন্দ্র নেপতী,শ্যমলী রানী, পশারি রানী ও লাভু রানী। বর্তমানে তারা আতংক ও ভয়ে দিনযাপন করছে। এ বিষয়ে অভিযুক্তকে কয়েকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।