নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের ছাত্ররাজনীতির প্রতিকৃত বঙ্গবন্ধুর ৬দফা প্রচারে তৎকালীন ক্ষমতাশীন স্বৈরাচারী সরকারের অমানুুষিক নির্যাতনভোগকারী,মুজিব বাহিনীর অধিনায়ক,ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি,৭১ ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক.নবীনগর কলেজের প্রথম ভিপি,বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজুল আলম এর আজ বৃহস্পতিবার (১৫/৯)৪৭ তম মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে তার আদালত পাড়ার বাসভবনে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
১৯৫১সালে একটি রাজনৈতিক পরিবারের এই ছাত্রনেতার জন্ম। হাইস্কুল জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ছয়দফা আন্দোলনে অগ্রনী সৈনিক এই নেতা ১৯৭০ সালে থানা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি প্রথম সভাপতি নির্বাচিত হন।
এর পর মুক্তিযোদ্ধে অংশগ্রহন করে এদেশেকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেন।
তিনি নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটনের বড় ভাই।