ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বিয়ের ৩ মাসের মাথায় দুই মাসের অন্তঃসত্ত্বা তাজমিন আক্তার বিথি (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গীর উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের পুত্র মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের কলেজপড়ুয়া কন্যা তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে ২/৩ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো বিথির সাথে।
তবে নববধূর স্বামী মামুন বলেন, পারিবারিক কোনো কলহ ছিল না। কীভাবে কী হলো, কিছুই বলতে পারছি না। আমি গোসল করার জন্য ডাকতে গেলে। তখন আমার স্ত্রীর যে ঘর ছিল ওই ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে আমি জানালা দিয়ে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থা আছে।
স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথিকে মারপিট করে অমানষিক নির্যাতন করে করে মারা হয়েছে।
৭নং আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন- আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই কি ঘটনা ঘটেছে তা আমি জানি না।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম জানান এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।