
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার আহ্বায়ক কমিটি আয়োজিত সদস্য সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে শুরু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং সদ্য-সাবেকদের এক মিলনমেলায় পরিনত হতে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার আহ্বায়ক কমিটি র সদস্য সংগ্রহ অনুষ্ঠানটিতে।
শুক্রবার দিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গকুলনগর স্কুলের হলরুমে আনুষ্ঠানিক ভাবে পাথালিয়া ইউনিয়ন এলাকা থেকেই অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার সদস্য সংগ্রহের আবেদন ফর্ম গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র ফারুক দেওয়ান।
শুক্রবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার সদস্য সংগ্রহের আবেদন ফর্ম গ্রহন অনুষ্ঠানটি সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন, তিনি অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার কমিটি র গুরুত্ব ও প্রয়োজনিয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন ,ইয়াসিন আলীর সঞ্চালনায় গকুলনগর স্কুলের হলরুমে শুরুহয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
সদস্য ফর্ম সংগ্রহ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন,আব্দুল হামিদ ১ম ব্যাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ শামসুল হক, মোঃ আঃ আজিজ দেওয়ান সিহাব উদ্দিন খান,ডঃ দিল আফরোজ শামীম,আজমল আমিন টুটুল,.. মোঃ হানিফ, আব্দুর রশিদ, সারোয়ার হোসেন ,আসাদুজ্জামান আসাদ, মতিউর রহমান মতি,ফারুক দেওয়ান,অধ্যাপক আব্দুল কাদের দেওয়ান সহ আরো অনেকে
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের আবেদনপত্র গ্রহন করা হয়েছে সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য এবং পরবর্তিতে কোন কোন ইউনিয়ন এলাকায় অনুষ্ঠনিকভাবে সদস্য আবেদন সংগ্রহ করা হবে, তার নীতিমালা কি হবে।প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন সংগঠনটি কোন রাজনৈতিক রুপ নেবে না।এই সংগঠনটি হবে সার্বজনিন সকলমত এবং পথের মানুষের মিলনমেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলা কমিটি হবে সকলের আশ্রয়স্থল।তিনি আরো বলেন এই সংগঠনটি সাধারন কোন সংগঠন নয়,এই সংগঠন সারাবিশ্বকে একদিন নেতৃত্বদেবে যে কারনে এই সংগঠনকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।