নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অভিযান মোবাইল কোর্ট এর মাধ্যমে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ গ্যাস অবৈধ ব্যাবহারের দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ফারুকনগর, নতুন নগর এবং মোজারমিল ইস্টার্ণ হাউজিং কাঠালবাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে জাতীয় সম্পদ গ্যাস অবৈধ ব্যাবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট ) আনোয়ার হোসেন।মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে গ্যাস ব্যাবহারের মুল অভিযুক্ত বাড়ির মালিক এবং সংযোগ দ্বাতাগণ পলাতক থাকায় তারা শাস্তির বাইরেই থেকে যায়।সরাসরি গ্যাস অবৈধ ব্যাবহারের দায়ে কিছু বাড়ির ভাড়াটিয়াকে আর্থিক জরিমানা করা হয় মোবাইল কোর্ট এর মাধ্যমে ।
তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন তুলে ফেলার পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজারগুলো জব্দ করা ও গ্যাস অবৈধ ব্যাবহারের দায়ে আর্থিক জরিমানা করা হয়।
এবিষয়ে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আজ (মঙ্গলবার) আমরা ধামসোনা ইউনিয়নের ফারুকনগর, নতুন নগর এবং মোজারমিল ইস্টার্ণ হাউজিং কাঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় দুইশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ ভাবে আমরা বিচ্ছিন্ন করেছি। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করেছি। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক পবিত্র কুমার মালাকার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।