আমতলী বরগুনা প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে বরগুনা আমতলীতে কর্মী সভা করেছে উপজেলা বিএনপির আমতলী উপজেলা ও পৌর শাখা। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় আমতলী পৌর শহরের চৌরাস্তার আবাসিক হোটেল এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ন অহবায়ক এ্যাড. জনাব, নুরুল আমীন। সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তারিকুজ্জামান টিটু, সদস্য সচিব জেলা বিএনপি বরগুনা। সার্বিক সঞ্চলনায় ছিলেন জনাব, জহিরুল ইসলাম মামুন (ভিপি)।
বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব. এ জেড এম সালেহ ফারুক, তরিকুল ইসলাম পলাশ, জনাব. ফজলুল হক মাষ্টার, জনাব. গোলাম ছগির মনজু, জনাব. জালাল উদ্দিন ফকির, ইঞ্জিঃ আবুল কালাম আজাদ রানা, জনাব. নাসির উদ্দীন মোল্লা। মহিলা দলের নেত্রীসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিএনপির কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপির কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপির দেওয়া সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান সিনিয়র নেতারা। সভায় জেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।