
জোবায়ের পারভেজ, ভাঙ্গা ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতার ঢল নামে। সোমবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে ঘিরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে দলীয় শত শত নেতাকর্মীসহর্ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন পৌরসভার সামনের সড়কে জড় হন। তার যাত্রাপথে পুলিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী মুনসুরাবাদ সেতু পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েটি সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়। নেতাকর্মীরা শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দুইধারে অবস্থান নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী, ওমর ফারুক হবি, পান্না মিয়া প্রমুখ।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি জিয়ারতের জন্য টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপকভাবে জড় করার প্রস্তুতি গ্রহন করা হয়। সকাল থেকেই নেতাকর্মীরা পৌরসভার সামনের মহাসড়কে ব্যানার, ফেস্টুন নিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়। তবে সড়কের অন্য কোথাও যানবাহন কিংবা জনসাধারনকে পুলিশ দাড়াতে দেয়নি। ফলে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া রাস্তা-ঘাট ছিল জনশুন্য।