
মনির হোসেন নবীনগর প্রতিনিধি: যুবরাজ। নামেই যেন বীরত্বের ভাব। দেখলেই যে কারো পছন্দ হবে। এবারের কোরবানির ঈদে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে জয়নাল মাস্টারের ছোট ছেলে মোঃ সোহেল এর খামারেই জন্ম গরুটি দৈহিক গঠন ছিল অনেক সুন্দর। তাই শখ করে নাম রেখেছেন, যুবরাজ দেশীয় খাবার আর সঠিক পরিচর্যায় এখন সে নজর কারে সবার। ২ বছর ৬ মাস বয়সী যুবরাজ গরুটির ওজন প্রায় ৮শ’ কেজি। গরুটির মালিক মোঃ সোহেল তার প্রিয় এ গরুটির দাম হাঁকছেন ৬ লাখ টাকা সাথে একটি ছাগল ফ্রি।
যুবরাজ’কে দেখতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ী ও ক্রেতারা আসছেন। দর দাম বলছেন। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুটির মালিক এখনও বিক্রি করেননি। গরুটির মালিক বলেন ভালো দাম পেলে বাড়িতে রেখে বিক্রি করা হবে যুবরাজ কে।
তিনি আরও জানান,দুই বছর ৭ মাস ধরে তিনি এ গরুটিকে বিশেষ যত্ন লালন-পালন করেছেন। প্রতিদিন যুবরাজরের পেছনে খরচ হচ্ছে হাজার টাকার উপরে।
যুবরাজ কে কোনো প্রকার ওষুধ খাইয়ে মোটাতাজা করেননি। ফলে তার খামারের গরুটির বিশেষ চাহিদা রয়েছে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের।