ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ দোয়া ও কেককেটে পালিত হলো দিনটি। বৃহস্পতিবার (২৩ জুন) আশুলিয়ার ঘোষবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ এর গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এলাকায় ঘোষবাগের গ্রামীণ কনভেনশন সেন্টারে ২৩জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহাদত খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান এমপি।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিরোজ কবির সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ, মোঃ আশরাফ হোসেন চৌধুরী মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ।দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জ সহ-সাধারন সম্পাদক সাভার উপজেলা আঃলীগ।আশুলিয়া থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কবির হোসেন সরকার,থানা যুবলীগ প্রতিষ্ঠাকলিন সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুইয়া। আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মুসা,পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতিন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রকিবুল হাসান বাবুল মাস্টার, সাধারণ সম্পাদক মধু। থানা আওয়ামী লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুদ খান রানাসহ আওয়ামীলীগ, যুবলীগ শ্রমিকলীগ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।