
মোঃ রফিকুল ইসলাম মৃধা ঘিওর (মানিকগঞ্জ):
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) ঘিওর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষীকির কর্মসূচী অনুযায়ী সকাল ৮টায় ঘিওর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা, মিষ্টি বিতরণ এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্র।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবিরের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সামছুল আলম খানের সঞ্চালনায় ঘিওর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজীজ,
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুছা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম (ভিপি শামীম), দপ্তর সম্পদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শামসুল আলম মোল্লা রওশন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলীম লেবু, উপজেলা যুবলীগ সভাপতি বাবুল বেপারী, শ্রমিকলীগ সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গত ৭৩ বছরে বিভিন্ন সময়ের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবোজ্জল ইতিহাস বর্ণনা করে বক্তব্য প্রদান করেন।