নিজস্ব প্রতিবেদক: সিলেট সুনামগঞ্জ বন্যার্তদের মাঝে নিত্যপ্রয়োজনিয় উপহার সামগ্রী বিতরনের প্রস্তুতি নিচ্ছেন নবগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন,সাভার উপজেলা শাখা।
আগামীকাল বৃহষ্পতিবার ২৩ জুন সিলেটের সুনামগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষ জনের মধ্যে পরিবারিক নিত্যপ্রয়োজনিয় উপহার সামগ্রী হিসাবে খাদ্য সহ অন্যান্য সামগ্রী বিতরনের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জের বন্যা কবলিতদের মাঝে নিত্যপ্রয়োজনিয় উপহার সামগ্রী বিতরন দলের প্রধান হিসাবে থাকবেন নবগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাভার উপজেলার আহ্বায়ক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিতরনকৃত উপহার সামগ্রীর মধ্যে থাকছে-পানি, বিস্কিট, মোমবাতি, লাইটার, খাবার স্যালাইন, গুড়া দুধ, চিড়া, মুড়ি, চিনি, তুলা, ফিটকিরি, সাবান, মশার কয়েল, নাপা ট্যাবলেট, ফ্লাজিল ট্যাবলেট এবং পুরাতন কাপড়। উল্লেখ্য যে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাভার উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উল্লেখিত উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।