সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মডেল স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে প্রধান শিক্ষক মো: খলিলুর রহমানের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সোমবার দুপুরে নাসিক ১ নং ওয়ার্ড মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করে।শিক্ষাথীরা প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিচার চেয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।
পরে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দ্বিতীয় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালায়।
ভুক্তভোগী শিক্ষার্থী মেহেরুন তার বক্তব্যে বলেন, অত্র স্কুলে আমরা বিগত ১০’বছর যাবৎ লেখাপড়া করছি। আমরা ২০১৯’সালের অষ্টম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২০’সালের জানুয়ারীতে নবম শ্রেনীতে ভর্তি হই। তিনমাস ক্লাস করার পর দেশে করোনা মহামারী শুরু হলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৫’মাস বন্ধ থাকার পর আমরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক খলিলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে প্রাইভেট পরতে বলেন। তারপর থেকে ৮’শ টাকা বেতনে শিক্ষাথীরা ওই স্কুলের তত্ত¡বধানে প্রাইভেট পরতে থাকি।তাদের ব্যাচে ২০’জন ছাত্র-ছাত্রী ছিল কিন্তু করোনার কারণে অনেকে চলে যায়। শেষ পর্যন্ত আমরা ১১’জন ছাত্র-ছাত্রী স্কুলে থেকে যায়। ২’জন ছাত্র ও অন্যান্য ৯’জন ছাত্রী। এছাড়া সময় মত শিক্ষাথীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ফি নেয়া হয়।
২০২২’সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে শিক্ষাথীদের মডেল টেষ্ট পরীক্ষা বাবদ ফি এবং পরীক্ষাও নেয়। পরীক্ষা দেয়ার জন্য শিক্ষাথীরা প্রস্তুতি নিতে থাকে কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে, শিক্ষাথীদের রেজিষ্ট্রেশন এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। এই বিষয়টি জানতে পেরে তারা মর্মাহত।
এ বিষয়ে আমাদের বিন্দুমাত্র ত্রুটি নেই। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামকে বিষয়টি অবগত করলেও তারা কোন সুরাহা পাইনি।শিক্ষাথীদের দাবি তারা অর্থলোভী প্রধানশিক্ষক খলিলুর রহমানের প্রতারনার শিকার। শিক্ষাথীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক জাকিয়া বেগম জানায়, তারা তাদের সস্তানকে এই স্কুলে লেখা পড়া করার জন্য দিয়েছেন। কিন্তু তারা প্রতারিত হয়েছেন।অভিভাবকগণ এর বিচার চান।তাদের সস্তানদের এ বছরের পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্তা করার জন্য সরকারের কাছে দাবি জানান