রাজু রায়হান, বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ছেলে নেপালের (২৫) লা’ঠির আঘাতে বাবা নিরঞ্জন শীল (৫৫) নিহতের ঘটনায় ঘাতককে আ’টক করেছে থানা-পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ১২টার দিকে মা’রা যান নিরঞ্জন শীল। নিহত নিরঞ্জন শীল সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর গ্রামের মৃত গোপাল শীলের ছেলে।
নিহত নিরঞ্জন শীলের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে করারা জন্য আমাদের চাপ দিচ্ছিল ছেলে নেপাল। কিন্তু আমাদের ছেলে কোনো কাজকর্ম না করায় কেউ মেয়ে দিতে চায় না। নেপালের ফুফু বিউটি তাঁকে বিয়ে করিয়ে দেবে এমন আশ্বাসে আমার স্বামীর কাছ থেকে জমি লিখে নিতে বলেন। এই নিয়ে বিভিন্ন সময় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হতো।
আজ সকালে জমিজমা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে নেপাল তাঁর বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে সে মাটিতে ঢলে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গেই আমার স্বামীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্ত’ক্ষরণ হয়েছে, তাই আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আ’টক করেছি। তবে নেপাল মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জেনা গেছে। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।