
এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে আমতলী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকমর্ীরা অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আমতলী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। শনিবার বিকেলে আব্দুল্লাহ মার্কেটের সামনে থেকে আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাকিবপ্লাজার সামনে সমাবেশ করে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.এম কাদের মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা, মোঃ মোতাহার উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম প্রমুখ।
অপর দিকে উপজেলা যুবলীগ দলীয় কার্যালয় ইউএনও অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাঁধঘাট চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, বশির তালুকদার, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, কৃষকলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন।