
বিল্লাল হোসেন গাজীপুর মহানগর: গাজীপুরের বোর্ড বাজার মালিক সমিতি আয়োজিত ভাওয়াল বীরখ্যাত প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকী ও হাজি মহর খান সাহেব এর স্বরনে গাজীপুরের বোর্ড বাজার মালিক সমিতি আয়োজিত মোল্লা কনভেনশন সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন মহি সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিশেষ অতিথি ছিলেন ওসমান গনি কাজল আহবায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল আহবায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।
এছড়াও মশিউর রহমান সভাপতি পদপ্রার্থী গাছা থানা আওয়ামী লীগ ও গাছা ইউনিয়ন এর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হাজী মাহবুবুর রহমান স্বপন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান বকুল অনুষ্ঠানটিতে বক্তব্য প্রদান করেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ লিটন মোল্লা সভাপতি প্রার্থী গাছা থানা কৃষকলীগ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ গাছা থানা আওয়ামী লীগ।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন খান বলেন,শহীদ আহসান এ সময় প্রধান অতিথি এডভোকেট মহিউদ্দিন খান বলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রান দিলেন। তিনি আরো বলেন স্যারের আগামী ১৯ তম শাহাদাত বার্ষিকী এর আগেই হত্যার বিচার কার্যকরী করার দাবি জানান