
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোট- টঙ্গী শুক্রবার বিকেলে এ উৎসবের আয়োজন করে। টঙ্গী সরকারি কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলাম। এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও বরেণ্য সংগীত শিল্পী ইকবাল ইউসুফ।
স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট- টঙ্গী’র সাধারণ সম্পাদক সৈয়দ আতিক। আগত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক মাধব আচার্য। শেকানুল ইসলাম শাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী’র সাবেক সভাপতি মুস্তাফা কামাল বাদল, নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারী, জহিরুল আলম বাধন, এইচ এম ফারুক, কাওসার কবির, তামান্না ইসলাম,আজিজ টিপু, উজ্জল লস্কর, অমল বাবু প্রমুখ।
সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন জেবুন নেছা জামান চুমকি। সঙ্গীত উৎসবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনগীতি, আধুনিক, বাউল ও উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন জোটভুক্ত সংগঠন বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্র, উন্মুক্ত থিয়েটার, উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা, কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং স্রোতধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র এর শিল্পীরাসহ অতিথি শিল্পীগণ।