
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬শত ৪১ টাকা ৫১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক ও সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস ।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৮শত ৫৯ টাকা ১৫ পয়সা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭৬ কোটি ১৩ লক্ষ ৫৫হাজার ৭শত ৯২ টাকা ৩৫ পয়সা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩০টাকা, উন্নয়ন খাতে ৭৬ কোটি ১১ লক্ষ ২০ হাজার টাকা। বাজেটে মোট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৬ লক্ষ ৯৫ হাজার ৬শত ১১ টাকা ৫১ পয়সা।
গত ২০২১-২০২২ অর্থ বছরের নবীনগর পৌরসভার বাজেট ছিলো ১২০ কোটি টাকার। বাজেটে রাস্তাাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা দূরিকরণে ড্রেন নির্মান, মার্কেট নির্মাণ, পার্ক স্থাপন, হাট বাজারের উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনসহ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী জিএম আরিফ সারুয়ার বাতেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির,
কাউন্সিলরগণসহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।